রাবি নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে পরিবেশবান্ধব বজ্রপাত প্রতিহত গাছ ও গ্রীষ্মের সৌন্দর্য বর্ধক গাছ গাছ রোপণ
By Super Adminখাবার ছাড়া দুএক দিন বাঁচা যায়। কিন্তু অক্সিজেন ছাড়া কতক্ষন। আগামী ৫ জুন পরিবেশ দিবস এ উপলক্ষে আজ ২১শে মে সকাল ১০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে প্রজন্ম ৭১ ক্লাবের আয়োজনে পরিবেশবান্ধব বজ্রপাত প্রতিহত গাছ এবং গ্রীষ্মের সৌন্দর্য বর্ধক গাছ কৃষ্ণচুড়া গাছ রোপণ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের জ্যেষ্ঠ প্রফেসর ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি ড. মো: জালাল উদ্দিন সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দি ন্যাচার এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সাধারণ সম্পাদক ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ। অন্যান্যদেরে উপস্থিত ছিলেন প্রজন্ম ৭১ এর সদস্য মোঃ সেলিম, পাপেল, তারেক, বাংলাদেশ লাইভস্টক সোসাইটির ডা: মো: নেয়ামতুল্লাহ, মোঃ জাহিদ বাবু, রাসেল ও আরও আনেকে।
বাংলাদেশ লাইভস্টক সোসাইটি ও বাংলাদেশ জীব বেচিত্র সংরক্ষণ ফেডারেশন রাজশাহীর যৌথ আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস -২০২১ উপলক্ষে পক্ষকাল ব্যাপী বিভিন্ন আনুস্টহান এরে উদ্যোগ গ্রহন কারা হয়। গাছ রোপণ শেষে প্রজন্ম ৭১ এর সদ্যসদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষ রোপণের যোক্তিকটা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।