info@naturenlife.org

+880721-773934

বিষ টোপ দিয়ে বিভিন্ন প্রকার পাখি নিধন
Wed, Nov 6th 2019 12:00 AM
activities

চলনবিল,হাকালুকি হাওর,রাজশাহীর পদ্মাসহ দেশের বিভিন্ন স্থানে বিষ টোপ দিয়ে বিভিন্ন প্রকার পাখি নিধন চলছে । এটি বন্ধে কোন পদক্ষেপ চোখে পডছে না । WCCU এর একার পক্ষেও এটি নিয়ন্ত্রয় করা অসম্ভব । এখন সংবিধানের ১৮(ক) ধারা অনুযায়ী যেহেতু পাখি শিকার, হত্যা, ক্রয়-বিক্রয় একটি দন্ডনিয় অপরাদ । তাই এই অপরাধিদের ধরার দায়িত্ব ও কর্তব্য পুলিশ প্রসাশনের।WCCU এর পরিচালকের নিকট একজন নগন্য পরিবেশ কর্মী হিসাবে আমার প্রস্তাব যে সকল এলাকায় এই ঘটনা ঘটছে । সেই এলাকার ডিসি ,পুলিশ কমিশনার ও ওসি কে এই বষয়ে আপনি জরূরী পদক্ষেপ নেয়ার জন্য চিঠি লিখতে পারেন ।