info@naturenlife.org

+880721-773934

বন্যপ্রানী অপরাধ দমন ও সংরক্ষন বিষয়ক সভা
Sun, Nov 3rd 2019 12:00 AM
activities

বন্যপ্রানী অপরাধ দমন ও সংরক্ষন বিষয়ক সভা সেভ দি ন্যাচার এন্ড লাইফ ও বন্যপ্রানী আপরাধ ইউনিট ঢাকা এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান সাধারন সম্পাদক বিবিসিএফ ও চেয়ারম্যান সেভ দি ন্যাচার এন্ড লাইফ । সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ এস.এম জহির উদ্দিন আকন,পরিচালক, বন্যপ্রানী আপরাধ দমন ইউনিট বন অধিদপ্তর ঢাকা,বিশেষ অতিথি হিসাবে ছিলেন প্রফেসর বিধান চন্দ্র দাস ,প্রানী বিদ্যা বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়, মোঃ লতিফুর রহমান সহঃ সভাপতি বিবিসিএফ,মোঃ জিল্লুর রহমান বিভাগীয় বন কর্মকর্তা ,রাজশাহী,মাহাবুব সিদ্দিকী সভাপতি হেরিটেজ রাজশাহী ।মোঃ আসলাম উদ দৌলা সাধারন সম্পাদক সম্পাদক প্রেস ক্লাব রাজশাহী ,মোঃ হাসিবুল হাসান নান্নু সহ-সভাপতি বিবিসিএফ । এছাডাও উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন পরিচালক সেভ দি ন্যাচার এন্ড লাইফ, অজয় পাল, কাউসার আলী, ফজলে রাব্বি , সাধারন সম্পাদক সবুজ বাংলা নাটোর,ইন্জিনিয়ার জুনায়েদ আহম্মেদ ,মহাসিনা বেগম, মাহমুদুল হাসান মাসুদ সাধারন সম্পাদক সুজন ,রাজশাহী ,মামুনার রশিদ নিরাপদ সডক চাই ,গোলাম নবী রনি সভাপতি আই , অনিক ,সেভ দি ন্যাচার এন্ড লাইফের ইয়ুথ লিডার সবুজ, জিল্লুর ,সাকুর সহ অনেকে । অনুষ্ঠানে বন্যপ্রানী রক্ষার গুরুত্ব তুলে ধরা হয় এবং দেশী প্রজাতির গাছ লাগিয়ে নতুন ভাবে বন সৃষ্টি প্রত্যয় ব্যাক্ত করা হয় ।